শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আইনমন্ত্রীর আসন নির্বাচন বাতিলের আবেদন আপিল বিভাগেও খারিজ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আনিসুল হকের সংসদ সদস্য পদ বৈধই থাকলো। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে খন্দকার হেফজুর রহমান নির্বাচন বাতিল চেয়ে এ আবেদন করেছিলেন। আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে একটি বেঞ্চ গত বৃহস্পতিবার এ রায় দেন বলে ইনকিলাবকে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. ড. রেজাউল করিম। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। বাদীপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
পরে আইনমন্ত্রীর আইনজীবী এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের পর ২শ’ ৬৯ দিন তামাদি হওয়ার পরও লিভ টু আপিল আবেদন করে বাদীপক্ষে কোনো আইনজীবীও উপস্থিত থাকেননি। এ অবস্থায় আপিল বিভাগ আবেদন খারিজ করে দেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান আইন মন্ত্রী আনিসুল হক। এ নির্বাচনে প্রার্থী ছিলেন হেফজুর রহমান। কিন্তু তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। এ অবস্থায় তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন হেফজুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন