শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

শিশুদের সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হবে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযামুল আযিম বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই আমরা পাব আদর্শ নাগরিক। এরই ফলে গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। তিনি বলেন, খেলোয়াড়দের প্রশিক্ষণসহ সকল সুবিধা প্রদান করে তাদের মাঠমুখী করতে হবে। ফলে আমরা পাব মাদকমুক্ত সুন্দর যুবসমাজ। গতকাল সকালে কালেক্টরেট মাঠে বৈকালী সংঘ আয়োজিত মহানগর কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ উদ্বোধনকালে একথা বলেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজশাহীতে এ ধরনের আয়োজনের ফলে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবে। টুর্নামেন্টে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রেখে প্রকৃত খেলোয়াড় ও সংগঠকদের মূল্যায়ন করতে হবে। পরে মেয়র বিভিন্ন দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান নুরু। উল্লেখ্য, টুর্নামেন্টে ৩৩টি দল অংশগ্রহণ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন