লালমনিরহাট জেলা সংবাদদাতা : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। বিএনপি এখন পুরোপুরি হতাশাগ্রস্থ দলে পরিণত হয়েছে। নিজেদের দলে কোনো গণতন্ত্র নেই, তারা আবার গণতন্ত্রের কথা বলে। বিএনপি নেতারা নিজেরাই জানে না তারা কখন কি কথা বলে।
তিনি বলেন, প্রেসিডেন্ট সবার সাথে কথা বলে নির্বাচন কমিশন গঠন করলেন। অথচ বিএনপি বলছে তারা এ কমিশন মানে না। কিন্তু বিএনপি জানে না যে, জনগণেই তাদের মানে না। তাদের মানা, না মানার কোন যায় আসে না।
তিনি বিলুপ্ত ছিটমহলবাসীদের উদ্দেশে বলেন, আপনাদের আর কোন দাবি দাওয়া করতে হবে না। সরকার আপনারদের পাশে আছে। বাংলাদেশে আর কোন ডায়েরিতে ছিটমহল লেখা নেই। আপনারা এখন স্বাধীন। ভিতরকুটি বাঁশপচাই এলাকার মানুষ এখন সরকারের কাছে নাতি-জামাই আদরে থাকবেন।
মন্ত্রী গতকাল (শনিবার) লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল ভিতরকুটি বাঁশপঁচাই এলাকার ছলেহা সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ।
এর আগে মন্ত্রী কুলাঘাট-ভটিবাড়ী-ধাইরখাতা রাস্তার উন্নয়ন কাজ ও বিলুপ্ত ছিটমহল ভিতরকুঠি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। মত বিনিময় সভার পরে তিনি নির্মাণধীন ধরলা ব্রীজ ও কুড়িগ্রামের দাশিয়ার ছড়ায় উন্নয়ন কাজ পরিদর্শন করেন। মত বিনিময় সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবে। ২০২১ সাল দারিদ্রমুক্ত দেশ এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এই লক্ষ্যমাত্রার আগেই দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
তিনি এরশাদের সমলোচনা করেন বলেন, আপনাদের পোলা এ দেশের ৯ বছর ক্ষমতায় ছিলো। আপনাদের জন্য কিছুই করতে পারে নাই। তিনি বলেন, আমরা তার সাথে জোট করেছি বলে, রংপুর অঞ্চলের প্রতিনিধিত্ব করতে কিছুটা তাকে সুযোগ দিয়েছি। তার মানে এই নয়, যে তাকে ইজারা দিয়েছি।
দাশিয়ারছড়ায় মতবিনিময় সভা
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘দাশিয়ারছড়াসহ সকল বিলুপ্ত ছিটমহলবাসীর ভাগ্যোন্নয়নে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। ছিটমহলগুলো দীর্ঘ ৬৮ বছর ছিল অবরুদ্ধ। এখানকার অধিবাসীদের ছিল না নূন্যতম নাগরিক কোন সুযোগ-সুবিধা। এই বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে তার অংশ হিসেবে শনিবার নীলকোমল নদীর উপর ৩৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এছাড়া পাকারাস্তা নির্মাণ, ৩টি স্কুল ভবন নির্মাণ, ঘরে ঘরে বিদ্যুৎ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আশা করি দ্রæততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান হবে। তবে একথা সত্য দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব হবে না। সেজন্য কিছুটা সময় দিতে হবে।’
বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার কালিরহাট বাজারে বিকাল সাড়ে ৪টায় মতবিনিময় সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। বক্তব্য রাখেন বিশেষ অতিথি এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, ছিটমহল উন্নয়ন বিষয়ক প্রকল্পের পিডি আশরাফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উড়াওঁ, দাশিয়ারছড়ার অধিবাসী পারুল আক্তার প্রমুখ।
মন্ত্রীর গাড়ি বহরে দূর্ঘটনা
কুড়িগ্রাম সার্কিট হাউজ থেকে ফুলবাড়ি আসার পথে নাগেশ^রীর এগার মাথা মোড়ে মন্ত্রীকে বহনকারী গাড়ির সামনে প্রোটোকলে থাকা একটি গাড়ি আকষ্মিক ব্রেক কষলে ৫টি গাড়ি পরস্পরের সাথে ধাক্কা লাগে। এতে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি’র গাড়ির পিছনের বাম্পার ক্ষতিগ্রস্ত হয়। আঘাতে প্রধান প্রকৌশলী’র গাড়িটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কেউ আহত না হলেও এ ঘটনার কারণে মন্ত্রীর বহর অনুষ্ঠান স্থলে পৌঁছতে বিলম্ব হয়।
একজনের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় মন্ত্রীর মতবিনিময় সভায় যোগ দেয়া হল না আব্দুল খালেকের (৩৮)। বিকেল ৩টায় নিজ জমিতে বৈদ্যুতিক পাম্পের সাহায়্যে সেচ দিতে তড়িঘরি করে বিদ্যুৎসংযোগ দিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে গুরুতর আহত অবস্থায় ফুলবাড়ি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. এরশাদুল হক তাকে মৃত ঘোষণা করেন।
তার বাবা দোলো মিয়া আক্ষেপ করে বলেন, ‘মন্ত্রীর মিটিংয়ের জন্য তাড়াহুড়া করবের যায়া ছওয়াটা হামার মরি গেইল।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন