শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

ইউটিউবে বন্ধ হচ্ছে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সার্চ জায়ান্ট গুগলের ভিডিও স্ট্রিমিং সেবা ইউটিউবেও রয়েছে বিজ্ঞাপনের ঝামেলা এবং তা শুরুতেই। ইউটিউবে ভিডিও শুরু হওয়ার আগেই বাধ্যতামূলক ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখানো হয়। তবে গুগল এক ঘোষণায় জানিয়েছে, ২০১৮ সাল থেকে আর ভিডিও শুরুর আগে বাধ্যতামূলকভাবে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখানো হবে না। প্রতিষ্ঠানটি বলছে, ২০১৮ সাল থেকে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন চালানো বন্ধ করা হবে। এর বদলে দর্শক ও বিজ্ঞাপনদাতা উভয়ই লাভবান হবে এমন ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভিডিওর শুরুতেই বন্ধ করা যায় না এমন ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন চলতে শুরু করলেই সেই ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছেন দর্শক। ফলে মোটা টাকা খরচ করে বিজ্ঞাপনদাতাদের লাভের লাভ কিছুই হচ্ছে না। আর এই পরিস্থিতি এড়াতে ওই সিদ্ধান্ত নিয়েছে গুগল। তবে আগামী বছরের ঠিক কোন সময় থেকে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন বন্ধ করা হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায় নি প্রতিষ্ঠানটি।
ইমরান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন