স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার থেকে বাসস্ট্যান্ড ও ফ্লাইওভারে উঠার সিঁড়ি অপসারণের জন্য নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন েেডপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে ১৯ ফেব্রুয়ারি গণমাধ্যমে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন সাইফুল ইসলাম উজ্জল। রিটে স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি এবং ঢাকা দক্ষিণের মেয়রসহ মোট ১২ জনকে বিবাদি করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন