শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এমপি লিটন হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আ. কাদের

বগুড়া অফিস | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:৪৬ পিএম | আপডেট : ৬:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

গ্রেপ্তারের পর কর্নেল (অব.) কাদের খানকে গ্রেপ্তারের পর বাড়ি থেকে বের নেওয়া হচ্ছে


বগুড়া অফিস : জাতীয় পাটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) নির্বাচনী এলাকার সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খান গ্রেপ্তার হয়েছেন ।
ওই আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলার আসামী হিসেবে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ ।

উল্লেখ্য গত এক সপ্তাহ আগে থেকেই বগুড়া শহরের রহমান নগর এলাকায় অবস্থিত তার মালিকানাধীন গরীব শাহ ক্লিনিক কাম বাড়ী ঘেরাও করে রেখেছিল সাদা ও পোশাকধারী একদল পুলিশ ।

তিনি গ্রেপ্তার হতে যাচ্ছেন এমন সংবাদের গন্ধ পেয়ে সোমবার সকাল থেকেই ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তার বাড়ির সামনে ভিড় করে অপেক্ষায় ছিল কখন তিনি গ্রেপ্তার হন ।

গ্রেফতারের পরপরই কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পুলিশ তাকে বগুড়া থেকে গাইবান্ধা নিয়ে যায় ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন