বিশ্ববিদ্যালয় রিপোর্টার : সাংবাদিক সমিতির চলমান কমিটির সদস্য হওয়া সত্তে¡ও অন্য সংগঠনের (কেন্দ্রীয় ছাত্রলীগ) পদ গ্রহণ করে সমিতির সম্মান ক্ষুণœ করার দায়ে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার ও ঢাবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি রেজাউদ্দৌলা প্রধান আকাশকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। গত বৃহস্পতিবার বিকালে ঢাবি সাংবাদিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে সমিতির সাধারণ সভায় সদস্যদের সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক সমিতির একটি গুরুত্বপূর্ণ পদে থেকে ছাত্র সংগঠনে পদ নেওয়ার মাধ্যমে সমিতির মর্যাদা ক্ষুণœ হয়েছে বলে মত দেন সমিতির সদস্যরা। তাঁরা মনে করেন, এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। সভায় রেজাউদ্দৌলা প্রধানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলে তিনি বিতর্কিত মন্তব্য করেন। পরবর্তীতে সমিতির সর্বোচ্চ ফোরামে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি পদে থাকাকালীন ছাত্রলীগের পদ গ্রহণ করে সমিতির মর্যাদা ক্ষুণœ করায় দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রেজাউদ্দৌলা প্রধান আকাশকে সমিতি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে অন্য যেকোনো ছাত্র সংগঠনের পদধারী কোনো সদস্য থাকলে, তাদের আগামী ১০ দিনের মধ্যে ছাত্র সংগঠনের ওই পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী ৫ মার্চের মধ্যে বিষয়টি লিখিতভাবে সমিতিকে অবহিত করতে হবে। অন্যথায় ওই দিন থেকে প্রমাণসাপেক্ষে তাদের সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।উল্লেখ্য, গত ২২ ফেব্রæয়ারি রাতে ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কমিটিতে দেখা যায়, গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটিতে জায়গা পেয়েছেন ছয় সাংবাদিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন