টেকনাফ উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার ফিশিং ট্রলার থেকে ৪ লাখ পিনস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ট্রলারসহ ১৯ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা সবাই টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লম্বরী ও লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ৩ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ডিকশন চৌধুরী, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শাহপরীর দ্বীপের পশ্চিম এলাকায় বঙ্গোপসাগরে কোস্টগার্ডের বিশেষ দল অবস্থান করে। এসময় সাগরে দুইটি মাছ ধরার ট্রলার দেখে তাদের থামানোর সংকেত দেন। তারা কোস্টগার্ডের অবস্থান দেখে পালানো চেষ্টা করলে ধাওয়া করে ট্রলার দুইটিসহ ১৯ জনকে আটক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন