শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কনিকা সরকারকে সেলাই মেশিন দিলেন রেলমন্ত্রীর স্ত্রী

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১০:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

বিশেষ সংবাদদাতা : প্রধানমন্ত্রীর কার্যালয়ের হাউজ কিপার কনিকা সরকারকে সেলাই মেশিন দিলেন রেলমন্ত্রীর সহধর্মিণী এডভোকেট হনুফা আক্তার রিক্তা। গতকাল বুধবার সকালে রেলমন্ত্রীর সরকারি বাস ভবনে কনিকা সরকারের হাতে সেলাই মেশিনটি তুলে দেন রেলমন্ত্রীর সহধর্মিণী। এসময় রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী গরিব কনিকা সরকার একটি সেলাই মেশিনের জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। সেলাই মেশিন পেয়ে খুশি কনিকা সরকার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির পাশাপাশি সেলাইয়ের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু নিজের কোনো মেশিন না থাকায় অন্যের মেশিনে কাজ করায় কম উপার্জন হতো। নতুন মেশিন পেয়ে অনেক বেশি কাজ করার পাশাপাশি বেশি উপার্জন করতে পারবেন বলে জানান তিনি। রেলমন্ত্রীর একজন ব্যক্তিগত কর্মকর্তা জানান, কনিকা সরকারের সেলাই কাজের অভিজ্ঞতার কথা জানতে পেরে রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি এবং তাঁর সহধর্মিণী তাকে একটি সেলাই মেশিন প্রদান করার সিদ্ধান্ত নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রাসিদুল ইসলাম ২৩ মার্চ, ২০১৭, ৭:৩০ পিএম says : 0
বর্তমান আমি ব্যাকার আমি কর্মঠ করতে চাই
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন