শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিউমিউ ফ্যান। গতকাল দুপুরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে বাংলাদেশে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। নিয়মিত বৈঠকের অংশ হিসেবে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতির প্রশংসা করেন।
মুস্তফা কামাল বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতি আরও  বেগবান করতে উন্নয়ন অংশীদারদের সহযোগিতার প্রয়োজনীয়তা অপরিহার্য।
তিনি বাংলাদেশে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে অধিকতর সহযোগিতায় বিশ্বব্যাংক এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন