শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ভাষা আন্দোলনের হাত ধরেই স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

তমদ্দুন মজলিসের আলোচনায় বক্তাগণ
স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন, তমদ্দুন মজলিসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির বিকৃতিতে বাঙালি চেতনাবোধ আজ ভূলুণ্ঠিত। বিভিন্ন টেলিভিশন ও রেডিও চ্যানেলে ভাষার বিকৃত উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠান করা হয় যা সত্যিই দুঃখজনক। এই বিকৃত উচ্চারণের জন্য ভাষা আন্দোলন করা হয়নি।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিশেনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তাগণ একথা বলেন।
তমদ্দুন মজলিসের সভাপতি অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল গফুর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর চেমন আরা। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন আবদুল আউয়াল ঠাকুর, ড. মুহাম্মাদ সিদ্দিক, অধ্যাপক মতিউর রহমান, মোহাম্মদ শাহাবুদ্দীন খান ও এম এ হান্নান প্রমুখ। অনুষ্ঠান শেষে বাংলাভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ভাষাশহীদ আবদুস সালাম (মরণোত্তর), বাংলা সাহিত্যে শফিউদ্দিন সরদার ও ভাষা আন্দোলন গবেষণায় এম আর মাহবুব বিশেষ অবদান রাখায় এই তিন গুণী ব্যক্তিকে তমদ্দুন মজলিসের পক্ষ থেকে মাতৃভাষা পদক প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন