মাদারীপুর জেলা সংবাদদাতা : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মাঠে নামতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার সকালে মাদারীপুরের চরমুগরিয়া মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
নৌপরিবহন মন্ত্রী বলেন, বিএনপি বিগত ২০১৩-১৫ সালে যেভাবে পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছে, কুপিয়ে খুন করেছে। এমন কি তারা শ্রমিক কর্মচারীদের পুড়িয়ে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদেরও নির্যাতন করেছে, তারই প্রতিক্রিয়ায় এখন তারা মাঠে নামতে ভয় পাচ্ছে। এর ফলে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যে মিথ্যা তথ্য দিচ্ছে। মানুষকে বিভ্রান্ত করছে।’
চরমুগরিয়া মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলেজের অধ্যক্ষ হান্নান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন