মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে এক হাজার ২২৫ বস্তা সিমেন্টসহ একটি স্টিলবডি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারের মাঝি শহিদুল ইসলাম শেখ (৪৫) আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রলার ‘মা ফাতেমা’ মংলার সেনাকল্যান সংস্থা থেকে এক হাজার ৩শ’ বস্তা সিমেন্ট নিয়ে শরণখোলায় দিকে যাচ্ছিল। রাত ১টায় মোরেলগঞ্জে পৌঁছে। এখানে মাসুম এন্ড ব্রাদার্স এর ৭৫ বস্তা সিমেন্ট আনলোড করে ট্রলার মালিক ও শ্রমিকরা ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে ভাটির টানে নদীর পানি কমে যাওয়ায় ঘাটে বাধা রশি ছিঁড়ে ট্রলারটি ডুবে যায়।
থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে ট্রলারটির অবস্থান এখনো নির্ণয় করা যায়নি এবং উদ্ধার কাজও শুরু হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন