শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আবারো জ্বালাও-পোড়াও এর ইঙ্গিত দিচ্ছেন বিএনপি নেতারা হাছান মাহমুদ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘খালেদা জিয়া জেলে রেখে দেশে কোন নির্বাচন হতে দেয়া যাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দলের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, এর মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ আবারো দেশে সন্ত্রাসী কর্মকান্ড, জ্বালা-পোড়াও ও সহিংসতার ইঙ্গিত দিচ্ছেন। তাছাড়া কানাডার আদালতের রায়েও উল্লেখ ছিল বিএনপি ভবিষ্যতেও সন্ত্রাসী কর্মকান্ড করতে পারে।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কানাডার আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করার প্রসঙ্গ তুলে ধরে হাছান মাহমুদ বলেন, আমরা এতোদিন ধরে বলে আসছিলাম বিএনপি তাদের রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। কারণ কোন রাজনৈতিক দল আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে না, মানুষের গায়ে পেট্রোল বোমা ছুড়তে পারে না। কানাডার ফেডারেল আদালতকে ধন্যবাদ; বিএনপি যে সন্ত্রাসী দল এ সত্যটি তাদের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য। সরকারের কাছে দাবি জানাচ্ছি মানুষ পুড়িয়ে হত্যা করার জন্য সন্ত্রাসী সংগঠন বিএনপির নেতাদের যেন হুকুমের আসামি করে বিচারের মুখোমুখি করা হয়।
২১ শে ফেব্রæয়ারি খালেদা জিয়া পবিত্র শহীদ মিনারকে অপবিত্র করেছেন এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, যে দল এদেশের স্বাধীনতা চায়নি, যে দল এদেশের অস্তিত্বে বিশ্বাসী নয়, যারা ৭১ সালে পাকিস্তানিদের এদেশে গণহত্যা চালাতে সাহায্য করেছিল সেই জামায়াত-শিবিরের সঙ্গে খালেদা জিয়া জোট করেছেন। সুতরাং খালেদা জিয়ার কাছে কেবল শহীদ মিনার নয়, দেশও নিরাপদ নয়। আমি আশা করবো যারা শহীদ মিনারকে অপবিত্র করেছে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জিএম আতিক, জিন্নাত আলী জিন্নাহ, শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন