নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহŸায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নবগঠিত মহানগর বিএনপি কমিটির যুগ্ম সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল (শনিবার) দুপুরে তার পক্ষ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যা জানা যায়।তিনি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ‘এক নেতার এক পদ’ অনুসরণ ও কমিটি গঠনে রাজপথের নেতাকর্মীদের অবমূল্যায়নের কারণে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহŸায়ক পদটি চলমান রেখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। এবং পদত্যাগ পত্রটি ফ্যাক্স ও কুরিয়ারের মাধ্যমে শনিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছেন।
তিনি আরো উল্লেখ করে বলেন, আমাদের বাদ দিলে দল যদি আরো গতিশীল ও শক্তিশালী হয় তবে আমি ও আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পদ থেকেও অব্যাহতি দিতে প্রস্তুত আছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন