শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সকল ফিচার

দামুড়হুদার সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:০৬ পিএম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদার চিৎলার জুড়ানপুর মোড়ের জুড়ানপুর সড়কে পাওয়ার টিলার মোটরসাইকে মুখোমুখি সংঘর্ষে আহত সজিবের (২৫) মৃত্যু হয়েছে। সজিব জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের শওকত মালিথার ছেলে। গতরাতে রাজশাহী পপুলার সি ডি এম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে সজির দামুড়হুদা উপজেলার জুড়ানপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চিৎলার জুড়ানপুর মোড়ের সন্নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সজিব (২৫) মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী নেয়ার পরামর্শ দেয়। সে অনুযায়ী তাকে রাজশাহী পপুলার সি ডি এম হাসপাতালে নেয়া হয়।পরে শনিবার রাতে পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ রোববার সকাল ১০টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে সজিবের দাফন সম্পন্ন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন