শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ৪:৪৫ পিএম

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিনপাড়ায় এক ঝুটের গোডাউনে আগুন লেগে প্রায় নগদ টাকাসহ প্রায় ১০লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর দেড়টার দিকে। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্র জানা যায়নি।

ঘটনাস্থলে গেলে গোডাউনের মালিক আলফাহাদ ট্রেডার্সের প্রোপাইটর আলতাফ হোসেন বলেন, ট্রাকে করে গত রাতেই ঝুটের মালামাল এ গোডাউনে রেখেছি। অগ্নিকাণ্ডের একটু আগেই গোডাউন থেকে এসেছি। একটু পরেই হঠাৎ করে শুনি গোডাউনে আগুন লেগেছে। তবে কি করে আগুন লাগলো বুঝে উঠে পারছি না।
আরেক পার্টনার আশিশ কুমার সরকার বলেন, এ গোডাউনে নগদ টাকাও ছিল সবমিলিয়ে প্রায় ১০লাখ টাকার মালামালা পড়ে গেছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন