জঙ্গিবাদ, মাদক ও সাইবার ক্রাইমসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নাগরিকদের কাছ থেকে তথ্য আদায়ে ‘হ্যালো সিএমপি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি। অ্যাপটিতে পাঁচ ধরনের অপরাধের সুনিদিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন জানান, নাগরিকদের সুবিধার জন্য হ্যালো সিএমপি অ্যাপ চালু করা হয়েছে। যে কেউ চাইলেই যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ফবঃধরষং?রফ=পড়স.৩িীঢ়ষড়ৎবৎং.যবষষড়পঃ এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। যেকোনো নাগরিক ইচ্ছা করলে নিজের পরিচয় গোপন রেখে অথবা পরিচয় প্রকাশ করে যেকোনো ধরনের তথ্য এ অ্যাপের মাধ্যমে সিএমপিকে জানাতে পারবেন। আনোয়ার হোসেন জানান, হ্যালো সিএমপি অ্যাপে পাঁচ ধরনের অপরাধের তথ্য চাওয়া হয়েছে। সেগুলো হলো- জঙ্গিবাদ/উগ্রবাদ, মাদক, বোমা/বিস্ফোরক/অস্ত্র, আন্তঃদেশীয় অপরাধ/সাইবার ক্রাইম এবং ওয়ান্টেড আসামি। এছাড়া তথ্যকণিকা নামে একটি বিভাগ রাখা হয়েছে। সেখানে অন্যান্য যেকোনো ধরনের অপরাধের তথ্য দিতে পারবেন সাধারণ নাগরিকরা। তিনি আরও জানান, সিএমপির নতুন এই মোবাইল অ্যাপে তথ্য দিতে নগরবাসীকে ৫টি ধাপ অতিক্রম করতে হবে। অ্যাপের প্রথম ধাপে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয় ধাপে সুনির্দিষ্ট পাঁচ ক্যাটাগরির অপরাধ এবং তথ্যকণিকা বিভাগ দেওয়া হয়েছে। এর যেকোনো একটিতে ক্লিক করলে অপরাধের তথ্য, বিভাগ, জেলা, থানা, তথ্যদাতার পরিচয় চাওয়া হবে। পরিচয় গোপন রাখতে চাইলে তথ্যদাতা নিজেদের পরিচয় না দিয়েও অন্য ছকগুলো পূরণ করতে পারবেন। অপরাধের কোন ছবি, ভিডিও বা অডিও থাকলে নির্দিষ্ট ছকে সেটা সংযুক্ত করার কথা বলা হয়েছে। সবশেষে অপরাধীর ছবি থাকলে সেটা দেওয়ার জন্য নির্দিষ্ট একটি ছক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আনোয়ার হোসেন।
স শিবলু
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন