বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

গ্রামীণফোনের এক কোটি ফেসবুক ফ্যান

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের ফেসবুক ফ্যান বা ভক্তের সংখ্যা এক কোটির মাইলফলক অতিক্রম করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিপুলসংখ্যক গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে ইন্টারনেটভিত্তিক ডিজিটাল সেবা ও অ্যাপ্লিকেশনের ব্যবহার, যা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রত্যেক মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে আছে। এক্ষেত্রে কোটি কোটি গ্রাহককে ইন্টারনেটে যুক্ত করার মাধ্যমে নেতৃত্ব দিয়ে যাচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, সামাজিক মাধ্যম ফেসবুকে এক কোটি মানুষের ভালোবাসা পাওয়া প্রমাণ করে, দেশব্যাপী সবার হাতে দ্রæতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সঠিক পথে এগিয়ে যাচ্ছে গ্রামীণফোন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের মেসেজ, হালনাগাদ তথ্য এবং আমাদের সম্মানিত গ্রাহকরা বিভিন্ন প্রশ্ন, পোস্ট, কমেন্ট ও সমস্যার সমাধান চাওয়ার মাধ্যমে গ্রামীণফোনের সঙ্গে যুক্ত থাকে। উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতি ৩৩ জন গ্রামীণফোন গ্রাহকের মধ্যে একজন ছিল প্রতিষ্ঠানটির ফেসবুক ফলোয়ার। ২০১৭ সালে প্রতি ১৬ জনের মধ্যে একজন গ্রামীণফোনের ফেসবুক পেজ অনুসরণ করেছে। স ইমরান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন