কক্সবাজার অফিস : কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লিংকরোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ৬৭তম ও উম্মে হাবিবা (রা.) বালিকা দাখিল মাদ্রাসার ১৭তম বার্ষিক দ্বীনি মাহফিল আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে। এতে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী, রাজঘাটা মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আলম আরমানীসহ বরেণ্য ওলামা-মশায়েখ তাশরীফ আনবেন। মাহফিলে মাদ্রাসার হিফজ বিভাগ থেকে এ বছর হেফজ সমাপ্তকারী ১২ জন ছাত্রকে দস্তারে ফযীলত (পাগড়ি) ও সনদপত্র প্রদান করা হবে বলে জানা গেছে। এ দ্বীনি মাহফিলে শরিক হওয়ার জন্য আহŸান জানিয়েছেন জেলার বিশষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন