ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদীতে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (সোমবার) সকালে ঈশ্বরদীর পাকশীর ফুরফুরা শরীফের পাশের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে। লাশের পাশ থেকে গুলির দুটি খোসাও উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, নিহত যুবকের বুকের বাঁ, ডান ও মাঝে গুলির তিনটি ক্ষতচিহ্ন রয়েছে।
তার মুখে দাঁড়ি রয়েছে। পরনে লুঙ্গি ছিল। সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে পাকশীর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পাকশী পেপার মিল ও ফুরফুরা শরিফের সড়কটি দিন দিন অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। মাঝে মধ্যেই ছিনতাই ও রাহাজানির ঘটনা ঘটছে।
গত মাসে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, সন্ধ্যার পরে ওই সড়ক দিয়ে চলাচল করতে ভীষণ ভয় হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন