মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ দিবে টিআইবি

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ দিবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া- এ দু’টি মাধ্যমে দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদানের লক্ষ্যে সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাবনা আহŸান করা হয়েছে। এ বছরের ফেলোশিপের প্রস্তাবনা নি¤েœাক্ত পাঁচটি বিষয়ের জন্য প্রযোজ্য হবে। শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সুশাসন। চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোকে সম্মানী হিসেবে এক লক্ষ টাকা ও সনদ প্রদান করা হবে। প্রার্থীর যোগ্যতা দৈনিক সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন কর্ম অভিজ্ঞতা, অনুসন্ধানী সাংবাদিকতায় রিপোর্ট প্রণয়নের অভিজ্ঞতা। আবেদনের নিয়মাবলী দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে, আবেদনপত্রের সঙ্গে সর্বোচ ১ হাজার শব্দের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রস্তাবনা ও পরিকল্পনা জমা দিতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন