শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উত্তর বাড্ডায় পোশাক ব্যবসায়ী হত্যা আটক ১

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তর বাড্ডায় শামীম (৩৫) নামে এক পোশাক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ব্যবসায়িক অংশীদার মিজানকে আটক করেছে পুলিশ। নিহতের ভাগ্নি কাকলীর অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড্ডার নতুন বাজার এলাকায় ব্যবসায়ীক অংশীদারের মারধরের শিকার হন তার মামা। ব্যবসায়িক অংশীদার মিজান দলবল নিয়ে তাকে মারধর করে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বাড্ডার সাতারকুলের বাসায় নিয়ে আসা হয়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাই। বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, রাতে মেডিকেল পুলিশের কাছ থেকে খবর পেয়েই তারা মিজানকে আটক করেন। শামীম, মিজান এরা বিভিন্ন পোশাক কারখানার কর্মচারী ছিলেন। ছয়/সাত বছর আগে কয়েকজন মিলে বাড্ডা এলাকায় ছোট একটা কারখানা খোলেন। কিন্তু রানা প্লাজার ঘটনার পর থেকে লোকসান দিতে দিতে ওই কারখানা বন্ধ হয়ে যায়। ওসি জানান, শামীম ও মিজানের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল বলে তারা জানতে পেরেছেন। তবে জিজ্ঞাসাবদে মিজান জানায়, এ ঘটনায় তিনি জড়িত নন। শামীমের মধ্য বিরোধ ছিল বলে তার পরিবার সন্দেহ থেকেই অভিযোগ করছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। হাসপাতালের নথিতে শামীমের শরীরে শারীরিক নির্যাতনের কথা উল্লেখ রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন