শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেত্রকোনায় ব্রিজের গর্তে হ্যান্ডট্রলি পড়ে নিহত ১ আহত ১৫

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বাইরাউড়া নামক স্থানে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভেঙে ফেলা ব্রিজের গর্তে হ্যান্ডট্রলি পড়ে গিয়ে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান, সিংহের বাংলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র খায়রুল ইসলামের নেতৃত্বে ১৫ জন লোক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রঃ) মাজার জিয়ারত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে হ্যান্ডট্রলিযোগে মদনপুরের উদ্দেশে রওনা হয়। রাত ১১টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বাইরাউড়া নামক স্থানে ব্রিজের ভেঙে ফেলা স্থানে ডাইভারসন রোডে না গিয়ে হ্যান্ড ট্রলিটি সোজা ব্রিজের গর্তে গিয়ে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের আর্ত-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খায়রুল ইসলামকে (২৮) মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন