ফরিদপুর জেলা সংবাদদাতা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যআয়ের দেশ হিসাবে পরিচিতি পাবে। মন্ত্রী শুক্রবার ফরিদপুরের অম্বিকা ময়দানে উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক ‘নির্বাচিত পাট চাষী’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। সমাবেশে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, দেশের পাট শিল্পকে ধংস করতে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে কাজ করেছে বিগত সরকার গুলো। ফলে পাট চাষে কৃষকেরা উৎসাহ হারিয়ে ফেলেছিল।
ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নাঈম মোঃ আবদুস সবুরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন, প্রকল্প পরিচালক ড. শেখ রেজাউল ইসলাম, পুলিশ সুপার জামিল হাসান, ফরিদপুর চেম্বারের সভাপতি জাহাঙ্গীর মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, খন্দকার নাজমুল হাসান লেভী প্রমুখ। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এ চাষী সমাবেশে ফরিদপুর জেলার ৫ শতাধিক পাটচাষী অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন