বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালীতে রেলওয়ের ৩শতক জায়গার দখল বেদখল নিয়ে দু’পক্ষের মারামারিতে অন্তত: ৮জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পশ্চিম কধুরখীল এলাকার মো. শাহজাহান (৩৫), জামাল উদ্দীন (৫০), শামসুন নাহার (৬০), মো. রুবেল (২৭), রাজা মিয়া (৮০), মো. ফারুক (২৫), পশ্চিম গোমদন্ডী এলাকার মো. হারুণ (৬৭) ও নগরীর পাঁচলাইশ থানা এলাকার মো. টিপু (১৮)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত: উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে মো. জামাল উদ্দীন ও শামসুন নাহার গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত শাহজাহান জানায়, রেলওয়ের লিজকৃত ৩শতক জায়গা নিয়ে আবুল কাশেমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে আবুল কাশেম আবু তাহের, আবু তালেব, ইসমাইল, ফখরুদ্দিন, আবু জাহেদ ও সাবের আহমেদ লোহার রড দিয়ে হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন