মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সড়কের ফলক থেকে দুই বুজুর্গ আলেমের নাম মুছে দিলে দাঁতভাঙা জবাব -জমিয়তে উলামায়ে ইসলাম

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১:০৬ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকার দু’টি সড়কের নামফলক থেকে ‘হযরত হাফেজ্জী হুজুর (রহ:) ও মুফতি আমিমুল ইহসানের (রহ)’ নাম মুছে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন বলে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাশেমী। তিনি বলেন হযরত হাফেজ্জী হুজুর (রহ:) এ দেশের স্বাধীনতার পক্ষশক্তি ছিলেন, দেশের কল্যাণে আজীবন কাজ করেছেন। তিনি ঢাকা শহরে লালবাগ জামেয়া কুরআনিয়া আরাবিয়া ও কামরাঙ্গীরচর জামেয়া নূরিয়াসহ বেশ কয়টি মাদরাসার প্রতিষ্ঠাতা। জীবনের শেষ দিকে এসে রাজনীতিতে অংশগ্রহণ করে আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদেরকে রাজনীতিতে অবতীর্ণ হওয়ার পথ প্রশস্ত করেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। মুফতি আমিমুল এহসান (রহ:) মাদরাসা-ই আলিয়া-ঢাকা-এর হেড মাওলানা ছিলেন। তিনি আজীবন জাতীয় মসজিদ বায়তুল মোক্কারমের খতিব ছিলেন। তারিখে ইসলামসহ বহু গ্রন্থের প্রণেতা ছিলেন।
আল্লামা কাসেমী বলেন, ঢাকা সিটি করপোরেশন সেচ্ছায় প্রখ্যাত এ আলেমদ্বয়ের নামে রাজধানী ঢাকার দু’টি সড়কের নামকরণ করে। বর্তমানে ইসলামবিরোধী একটি চিহ্নিত মহলের ইসলাম ও উলামায়ে কেরামের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে ঢাকার দু’টি সড়কের নামফলক থেকে এই দুই প্রখ্যাত বুযুর্গের নাম মুছে দেয়ার প্রয়াস চালাচ্ছে। তিনি আলেমদ্বয়ের নাম সড়কে বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যথায় ইসলামপ্রিয় জনতা এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন