বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু নিহত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১১:৪৮ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৮) সঙ্গে বনদস্যু শামসু বাহিনীর বন্দুকযুদ্ধে এক দস্যু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুখ পাড়ার চর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত বনদস্যুর নাম বিল্লাল মীর ওরফে কানা বিল্লাল বলে র‌্যাব জানিয়েছে।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে তল্লাশি করে ৫ টি আগ্নেয়াস্ত্র, ৭৭ রাউন্ড গোলাবারুদসহ দস্যুদের ব্যবহৃত বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ওই এলাকায় অভিযানে গেলে দস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে ঘটনা স্থালে তল্লাশি করে নিহত বিল্লানের মরদেহ এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা নিহত দস্যুকে বনদস্যু শামসু বাহিনীর সদস্য বিল্লাল মীর বলে সনাক্ত করেছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন