শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

কূটনৈতিক সুবিধার অপব্যবহার রাজধানীতে জাগুয়ার গাড়ি জব্দ

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কূটনৈতিক সুবিধার অপব্যবহারের অভিযোগে রাজধানীর পিংক সিটির একটি বাড়ি থেকে জাগুয়ার গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
কাস্টমস গোয়েন্দারা বলছেন, গত ৩০ ডিসেম্বর পিংক সিটি জেনোভ্যালির বি-ব্লকের ৩ নম্বর রোডে জারা হাউজ নামে একটি বাড়ির গ্যারেজে তল্লাশি চালিয়ে জাগুয়ার (ঢাকা মেট্রো ভ ১১-১৬২৫) গাড়িটি উদ্ধার করে। তদন্তের স্বার্থে ওই বাড়ির বাসিন্দা ও গাড়িটির ব্যবহারকারী তানিয়া রহমানের কাছ থেকে গাড়িটি সাময়িকভাবে জব্দ করা হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে গাড়িটি জব্দ দেখানো হয়। তানিয়া রহমানের স্বামী মৃত মাহবুবুর রহমান বাংলাদেশে চেক রিপাবলিকের কনস্যুলার অফিসে কর্মরত ছিলেন। গাড়িটি কূটনৈতিক সুবিধায় আনা হয়েছিল এবং পরে তা অবৈধভাবে হস্তান্তর করা হয়। আমদানির সময় দাখিলকৃত বিল অব এন্ট্রি (বি/ই) অনুযায়ী গাড়িটি জার্মানির বলে দেখানো হয়। কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখানো হয় চীন অরিজিন। অন্য সূত্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী গাড়িটি যুক্তরাজ্য। এ ছাড়া এলসি ও এলসিএ ওপেনিং ব্যাংকের তথ্যাদিতেও ব্যাপক গরমিল পাওয়া যায়। এতে প্রমাণিত হয়, অস্পষ্ট ও মিথ্যা দলিলাদি উপস্থাপন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন