মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

বান্ধব ডটকম

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশি-বিদেশি বন্ধু খুঁজে পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে যাত্রা শুরু করেছে ‘বান্ধব ডটকম’। যুক্তরাষ্ট্র, জার্মানি ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সামাজিক নেটওয়ার্কের এই ওয়েবসাইট বিনা মূল্যে ব্যবহার করা যাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যে কেউ (িি.িনধহফযড়ন.পড়স) বান্ধব ডটকমে নিবন্ধিত হয়ে এটি ব্যবহার করতে পারবেন। এ প্রসঙ্গে বান্ধব ডটকমের উদ্যোক্তা জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ডিগবাজারের কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার জুজানে জিবার বলেন, মূলত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কথা বিবেচনা করেই বান্ধব (নধহফযড়ন.পড়স) যাত্রা শুরু। বাংলা বান্ধব শব্দটির আন্তর্জাতিকীকরণ করতেই এ শব্দটি বেছে নেয়া হয়েছে। বান্ধবের পক্ষ থেকে জানানো হয়, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের যে কারও সঙ্গেই খুব সহজে বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ স্থাপন করা যাবে। এ ছাড়া নিজেদের মধ্যে খুদেবার্তা ও ছবি পাঠানো যাবে। কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কিংবা মোবাইল-অ্যাপসের মাধ্যমেও ব্যবহার করা যাবে বান্ধব। ফেসবুকের চেয়েও কয়েকগুণ বেশি গতিসম্পন্ন এই প্ল্যাটফর্মটির ব্যবহার যেমন সহজ, তেমনি মোবাইল ডেটা খরচও অনেক কম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন