শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

প্রেসিডেন্টকে বঙ্গবন্ধু পরিবারের ওপর প্রকাশিত বই উপহার দিলো যুবলীগ

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রেসিডেন্ট আবদুল হামিদকে বঙ্গবন্ধু পরিবারের ওপর প্রকাশিত বই উপহার দিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। গত রোববার সন্ধ্যায় বঙ্গভবনে যুবলীগের গবেষণা কেন্দ্র ‘যুবজাগরণ’ থেকে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন’ ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ ও প্রকাশনা প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। গতকাল যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুুরী  প্রেসিডেন্টের কাছে এসব বইয়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যুবলীগ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জীবন ও কর্ম সম্পর্কে জানাতে তাদের বিষয়ে বই প্রকাশ করছে।
যুবলীগকে ধন্যবাদ জানিয়ে আবদুল হামিদ বলেন, এখন মানুষ এসব বই পড়ে তাদের চিন্তা, উন্নয়ন ভাবনা ও জাতির জন্য তাদের ত্যাগ সম্পর্কে জানতে পারবে।
তিনি বলেন, যুবলীগ প্রকাশিত এসব বই জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। নেতাকর্মীদের মধ্যে সমন্বয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট বলেন, দেশের রাজনীতিকদের জন্য এসব বই থেকে ইতিহাস সম্পর্কে জানা খুবই জরুরি। তিনি আশা প্রকাশ করেন, যুবলীগ এসব বই প্রকাশে উদ্যোগ নেয়ার পর অন্যান্য সংগঠনও  দেশবাসীর কাছে দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পদক্ষেপ নেবে।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শহিদ সেরনিবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, মো. আতাউর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, শাহজাহান ভূঁইয়া মাখন, জাকির হোসেন খাঁন, আনোয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহম্মেদ মহি, মঞ্জুরুল আলম শাহীন, সুব্রত পাল, নাসরিন জাহান চৌধুরী  শেফালী, মুহাম্মদ বদিউল আলম, মো. ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, মো. আসাদুল হক আসাদ, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ড. সাজ্জাদ হায়দার লিটন, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, শাহাদাত হোসেন তসলিম প্রমুখ।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন