গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জের ইক্ষু খামারের জমি দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও রংপুর সুগার মিলের কর্তৃপক্ষের দায়ের করা তিন মালমায় ভ‚মি উদ্ধার কমিটির সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ ৭১ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক তাদের জামির মঞ্জুর করেন।
এর আগে গত ২২ ডিসেম্বর ভ‚মি উদ্ধার কমিটির সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ ৭১ জনকে উচ্চ আদালত জামিন মঞ্জুর করে নি¤œ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক তারা গতকাল সোমবার আইনজীবীর মাধ্যমে নি¤œ আদালতে জামিনের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ মÐল বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও মিল কর্তৃপক্ষের সাথে ভ‚মি উদ্ধার কমিটির সংঘর্ষের ঘটনার বেশকিছু দিন পূর্বে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষ এ মামলাগুলো করেছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন