শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাঁচবিবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি ও মানববন্ধন

পাঁচবিবি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ৩:৫৯ পিএম

আজ শুক্রবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুর্নীতি বিরোধী র‌্যালি ও মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

'রুখবো দুর্নীতি গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সার্বিক তত্ত্বাবধায়নে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪ হাজার শিক্ষার্থীদের এক বিশাল র‌্যালী পাঁচবিবি স্টেডিয়াম থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি-জয়পুরহাট সড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করে। এ মানব বন্ধনে অংশ নেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু, জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আনোয়ারুল হক, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট ও দৌলতুন নাহার দোলন, পাঁচবিবি এনএম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহের নিগার শিউলী, বালিঘাটা আব্দুর রহমান আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি সাংবাদিক আব্দুল হাই ও সম্পাদক জাহেদুর রহমান রানা প্রমুখ। এর আগে উপ¯িথত ৪ সহস্রাধিক শিক্ষার্থীকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন