বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

সিলেটে পাঁচ হাজার শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী মানববন্ধন

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনা গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের সবকটি জেলায় মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয় এবং সিলেট সদর উপজেলা প্রশাসন সিলেটেও এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে।
গতকাল (শুক্রবার) সকাল ১০টায় সিলেট-তামাবিল সড়কের ইসলামপুর এলাকা থেকে পীরের বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে শিক্ষার্থীরা ‘দেশ গড়ার প্রয়োজনে দুর্নীতি রুখবো সর্বজনে’, ‘জনতার শক্তি রুখবো দুর্নীতি’, ‘রুখবো দুর্নীতি গড়বো  দেশ হবে সোনার বাংলাদেশ’, ‘দুর্নীতিবাজদের আমরা সবাই ঘৃণা করি’; এমন সেøাগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মাহমুদ ফারাবীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ফেরদৌস, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা দুর্নীতি ্র্রতিরোধ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার (অব:) জুবায়ের সিদ্দিকী, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান আজাদ প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সততা সংঘের সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন