নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে গাড়ি চোরাই চক্রের মূলহোতা নাসিরকে (২৪) গ্রেফতার এবং ৩টি প্রাইভেট কার উদ্ধার করেছে র্যাব ১১ সদস্যরা। শুক্রবার বেলা ২টায় র্যাব সদস্যরা সোনারগঁও থানার পশ্চিম বেহাকৈর এলাকার নূর আলমের গ্যারেজ থেকে ৩টি প্রাইভেট কার উদ্ধার ও নাসিরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত গাড়িগুলো হলো, সিলভার রঙ্গের টয়োটা এলিয়ন প্রাইভেট কার ঢাকা মেট্রো গ-২০-১৩২৬, একটি সাদা রঙ্গের টয়োটা প্রোবক্স ঢাকা মেট্রো গ-২৫-২৫১১, ও একটি সাদা রঙ্গের টয়োটা করোলা ঢাকা মেট্রো গ-১১-৩০২৬। গ্রেফতারকৃত নাসির বন্দর থানার পিচকামতাল এলাকার মৃত আব্দুল আলীর ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন