বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

া ২০১৬ সালে শান্তিতে নোবেল পান কে?
উ: হুয়ান ম্যানুয়েল সান্ডোস, কলম্বিয়া।
া বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কোথায় অবস্থিত?
উ: কলপাড়া, পটুয়াখালী।
া বাংলাদেশ কততম দেশ হিসেবে বাণিজ্য সহজীকরণ চুক্তি (ঞঋঅ) অনুমোদন করে?
উ: ৯৪তম।
া বাংলাদেশের সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে খধফু ঔঁংঃরপব-এর আদলে স্থাপতি ভাস্কর্যের স্থপতিকে?
উ: মৃনাল হক।
া প্রথম বাঙালি কার্ডিনাল নির্বাচিত হন কে?
উ: প্যাট্রিক ডি’ রোজারিও (৯ অক্টোবর ২০১৬)।
া বাংলাদেশ বর্তমানে কোন দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি হয়?
উ: মিয়ানমার।
া বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে?
উ: ৭৩টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন