ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) কনটেন্ট-কে আরও ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিজেদের গিয়ার ভিআর প্লাটফর্ম -এ নতুন আপডেট আনছে ভিআর হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা তাদের ভার্চুয়াল মূহুর্তগুলো ফেইসবুকে সরাসরি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে পারবেন, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে এই ফিচার পাওয়া যাচ্ছে। সামনের সপ্তাহগুলোর মধ্যে সর্বশেষ সংস্করণের স্যামসাং ফোন ব্যবহারকারীরাও এই আপডেট পাবেন বলে জানা গেছে। এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের তাদের ভিআর-র ইউনিভার্সাল মেনু থেকে লাইভস্ট্রিম টু ফেইসবুক বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারী ফেইসবুকে সরাসরি স¤প্রচার শুরু করতে পারবেন। এক বিবৃতিতে ফেইসবুক মালিনাধীন অকুলাস-এর পক্ষ থেকে বলা হয়, গত শনিবার থেকে রিফট আর গিআর ভিআর-এর ইংরেজি স্পিকারে অকুলাস ভয়েস আসছে, এই ঘোষণা দিতে আমরা আনন্দিত। এই ফিচার আপনাকে অকুলাস হোম থেকে গেইম ও অ্যাপ নির্দেশনায় ভয়েস সার্চ ব্যবহারের সুযোগ দেবে। নতুন এই ফিচার আনার সঙ্গে অকুলাস ইভেন্ট-এর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি, এটি বন্ধুদের খুঁজে বের করা আর একসঙ্গে ভিআর অভিজ্ঞতা পাওয়া আরও সহজ করে দিয়েছে বলে জানানো হয়। চলতি মাসের শুরুতে ভিডিও গেইম খেলোয়াড়দের কাছে সিস্টেমটি আরও প্রসারিত করতে হেডসেটের দাম ২০০ মার্কিন ডলার কমায় অকুলাস। ২০১৪ সালে ২০০ কোটি মার্কিন ডলারে অকুলাস-কে কেনে ফেইসবুক। পরবর্তী প্রজন্মের মূল কম্পিউটিং প্ল্যাটফর্ম বিবেচনা করেই প্রতিষ্ঠানটি কেনে ফেইসবুক। ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানান, ভার্চুয়াল রিয়ালিটি কনটেন্টের উন্নয়নে ৫০ কোটি মার্কিন ডলায় ব্যয় করবে প্রতিষ্ঠানটি।
স লিপন দাস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন