মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

শাবিতে শিক্ষক লাঞ্ছনা বহিস্কৃত নেতাদের সংগঠনে ফিরিয়ে নিল ছাত্রলীগ

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শাবিপ্রবি ছাত্রলীগের যেসব নেতাদের বহিষ্কার করা হয়েছিল তাদের সকলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন-শাবিপ্রবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায় এবং সিনিয়র যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ। উল্লেখ, গত বছরের ৩০ আগস্ট ভিসি বিরোধী আন্দোলন চলাকালে আওয়ামীপন্থী শিক্ষকদের তাদের উপর হামলা চালায় শাখা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৩১ শে আগস্ট ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এই তিন ছাত্রনেতাকে সাময়িক বহিষ্কার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন