রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাঘার খায়ের হাট পশ্চিমপাড়া এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিত ওই কিশোরীর বাবা এ নিয়ে শুক্রবার রাতে বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশ ধর্ষকের বাবা কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে। ধর্ষক যুবক সম্রাট আলী (১৮) পলাতক রয়েছে। তবে পালিয়ে যাওয়ার আগে গ্রাম্য সালিশে তার নিজের মুখ থেকে বের করা থুথু ফেলে ১০ বার তাকেই খাওয়ানো হয়েছে। পরে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়। কিন্তু সম্রাটের বাবা ওই টাকা দিতে তিন মাস সময় চাইলে ভেস্তে যায় সেই সালিশ। শেষে রাতেই ভিকটিম কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।
বাঘা থানার ওসি তদন্ত ধীরেন্দ্র নাথ জানান, মামলা দায়েরের পর ধর্ষকের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন