বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

অ্যানড্রোয়েড ফোনের জরুরি কোড

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বর্তমান সময়ে অ্যানড্রোয়েড ফোন ছাড়া চলা কঠিন। প্রতিনিয়তই অ্যানড্রোয়েড ফোনের কদর বাড়েই চলেছে। সারা বিশ্বে যতগুলো স্মার্টফোন রয়েছে তার বেশির ভাগই অ্যানড্রোয়েড অপারেটিং সিস্টেম চালিত। সব অ্যানড্রোয়েড ফোনেরই আছে কিছু জরুরি কোড। যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের জরুরি কাজগুলো সম্পাদন করতে পারেন। পাঠকদের কথা বিবেচনা করেই অ্যানড্রোয়েড ফোনের জরুরি কিছু কোড তুলে ধরা হলো-
১. ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে ডায়াল করুন *#*#৮৩৫১#*#*
২. সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে ডায়াল করুন *#১২৫৮০*২৬৯#
৩. ক্যামেরা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ডায়াল করুন *#*#৩৪৯৭১৫৩৯#*#*
৪. মোবাইলের বেসিক তথ্য জানতে ডায়াল করুন *#*#৪৬৩৬#*#*
৫. ফ্যাক্টরি রিসেট সেটিংয়ের জন্য ডায়াল করুন *#*#৭৭৮০#*#*
৬. বøুটুথ ঠিক আছে কিনা জানার জন্য ডায়াল করুন *#*#২৩২৩৩১#*#*
৭. র‌্যামের মেমোরি ভার্সান জানার জন্য ডায়াল করুন *#*#৩২৬৪#*#*
৮. মোবাইলের আইএমইআই নম্বর জানার জন্য ডায়াল করুন *#০৬#
স আকাশ নিবির

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন