বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

ফেইসবুক থেকে ভিডিও ডাউনলোডের সহজ উপায়

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অনেক সময় ফেইসবুক থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়। কিন্তু বিশেষ কোনো সফটওয়্যার ছাড়া এই ভিডিও ডাউনলোড করা যায় না। সেক্ষেত্রেও থাকে নানা রকম ঝামেলা। যা সাধারণ একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তবে আজ এমন একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো, যার মাধ্যমে সহজেই ফেইসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যাবে। আপনার কম্পিউটারে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। এরপর ফেইসবুকে লগইন করুন। যে ভিডিওটা ডাউনলোড করতে চান তা খুঁজে বের করুন। এখন ব্রাউজারের এড্রেসবারে লক্ষ্য করুন যঃঃঢ়://িি.িভধপবনড়ড়শ.পড়স/ দেয়া আছে। সেখানে যঃঃঢ়://িি.িভধপবনড়ড়শ.পড়স থেকে িিি বাদ দিয়ে সে জায়গায় স লিখুন। তবে খেয়াল রাখবেন এই লিঙ্কের আগে পরের সব অক্ষর ঠিক যেন থাকে। এখন এন্টার বাটনে চাপুন। এবার দেখবেন পেইজটা মোবাইল ভার্সনে চলে আসছে। এখান থেকে যে ভিডিও ডাউনলোড করবেন তার উপরে মাউসের কার্সর নিয়ে যান। এরপর রাইট বাটন ক্লিক করে ঝধাব ষরহশ ধং অপশন খুজে বের করে ক্লিক করুন। সবশেষে আপনার পছন্দমত যায়গায় ভিডিওটি সেইভ করে নিন।
ইমরান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Solaiman Mahmud ১১ নভেম্বর, ২০১৯, ৬:৩৬ পিএম says : 0
ধন্যবাদ, খুব উপকারী পোস্ট।আশা করি পোস্টি খুব উপকার দিব। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়
Total Reply(0)
Solaiman Mahmud ১১ নভেম্বর, ২০১৯, ৬:৩৬ পিএম says : 0
ধন্যবাদ, খুব উপকারী পোস্ট।আশা করি পোস্টি খুব উপকার দিব। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন