বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

স্মার্ট মানিব্যাগ

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্মার্টফোন, স্মার্ট হাতঘড়ি আর কত গেজেটই না আসছে বাজারে। প্রযুক্তির এই যুগে সবকিছুই স্মার্ট করা হচ্ছে। এতে রাখতে পারবেন পয়সা, ক্রেডিট কার্ড ও কাগজ-পত্র। এখন স্মার্ট ওয়ালেট হিসাবে এর বৈশিষ্ট্য কি? পকেটমার আপনার মানিব্যাগটি চুরি করে কিছুই করতে পারবে না। এটাকে খুঁজে বের করতে পারবেন। কারণ রয়েছে ট্র্যাকিং ডিভাইস। আপনার হাতছাড়া হলেও মানিব্যাগটি তার অবস্থান নিয়ে নোটিফিকেশন পাঠাবে। বিষয়টি কিন্তু দারুণ! মানিব্যাগ হারানোর ভয় থাকলেও খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত। উলেট ২.০ এর দুটো সংস্করণ রয়েছে। প্রতিটায় একই ধরনের ফিচার রয়েছে। আছে একটি ব্লুটুথ এলই রেডিও, একটি ছয় মাসের ব্যাটারি, কিউআই ওয়্যারলেস চার্জিং এবং বিল্ট-ইন স্পিকার। এই স্পিকার ৯০ ডেসিবল পর্যন্ত শব্দ সৃষ্টি করতে সক্ষম। এসব যন্ত্রপাতি মানিব্যাগের ভেতরে সেলাই করে পুরে দেওয়া হয়েছে। কাজেই কেউ দেখে বুঝবেই না এটা স্মার্ট ওয়ালেট। সাধারণ উলেট ২.০ এর দাম ধরা হয়েছে ১২৯ ডলার। আর উলেট ট্র্যাভেল এক্সএল ২.০ এর দাম ১৪৯ ডলার। নরম চামড়ার মানিব্যাগটি সত্যিই অনন্য।
স আদনান রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন