বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সারা বাংলার খবর

ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ কতৃক অনুমোদিত ও সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে ২৩ জুন ২০১৫ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়। কিন্তু নানা প্রতিকূলতার মধ্যে কমিটি ঘোষণা করতে পারেনি বলে জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম। জানা যায়, পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে অমিত কুমার দাসসহ ১৩৮ জনকে সদস্য করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা যুবাইর আলম, সনিমা রহমান, বিপ্লব কমৃকর, জুয়েল রানা হালিমসহ মোট ২০ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহিনুর রহমান, আনিচুর রহমান আনিচসহ দায়িত্ব পেয়েছেন মোট ৮ জন, সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম জুয়েলসহ মোট ১৯ জন। এছাড়া বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে দায়িত্ব পেয়েছেন আরো ৯১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন