শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার সোনাদহ গ্রাম সংলগ্ন আমবাগান থেকে রবিবার সকালে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে এলাকাবাসী।
জানা গেছে রবিবার সকাল ৭টার দিকে উক্ত গ্রামের হাফিজ মো. আবুল হায়াতের প্রতিবন্ধি পুত্র আ. কাইয়ুম (৩০) বাড়ীর পাশে মাটি খনন করার সময় মূর্তিটি দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন মূর্তিটি একনজর দেখার জন্য ছুটে আসে। খবর পেয়ে প্রথমে ৪৩ বিজিবির রহনপুর কোম্পানী কমান্ডার সুবেদার আফতাব হোসেনের নেতৃত্বে বিজিবি ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা আলমগীর হোসেন ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মর্তুজা ঘটনাস্থল পরিদর্শন শেষে মূর্তিটি উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন। সেখানে জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হয়। মূর্তিটির ওজন প্রায় ১৪৮ কেজি। দাম প্রায় ২ কোটি টাকা বলে পুলিশ জানায়। মূর্তিটি পরে প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন