স্টাফ রিপোর্টার : শত রাজনৈতিক দলের ভিড়ে গতকাল নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের নাম ট্রুথ পার্টি। রাজধানীর পুরানাপল্টস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নতুন দলের ঘোষণা দেয়া হয়। নতুন দলের সভাপতি হয়েছেন সাবেক এমপি গোলাম হাবিব দুলাল এবং মহাসচিব এ টি এম গোলাম মাওলা চৌধুরী। দুই নেতাই এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যান ছিলেন। ঘোষণা দিয়েই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন দল ঘোষণা করে দলের চেয়ারম্যান গোলাম হাবিব দুলাল বলেন,এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের স্বাধীনতার সঙ্গে কোনো ধরনের বিতর্কের সুযোগ নেই। তবে মনে রাখতে হবে, লাখো মুক্তিযোদ্ধার আত্মত্যাগ আর লক্ষাধিক মা-বোনের ইজ্জতের বিনিময়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রত্যাশিত স্বাধীনতার সুফল, একথায় প্রকৃত উন্নয়ন আজও বাস্তবায়িত হয়নি। আমরা সেটা বাস্তবায়ন করবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন