সিলেট অফিস : সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চালিয়ে উদ্ধার করা ৭৮ জনকে একটি বাড়িতে রাখা হয়েছিল। তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন। শনিবার মধ্যরাত থেকে রবিবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে ৭৮ জনকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকাল থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে সেনাবাহিনীল প্যারা-কমান্ডো টিম। দুপুর নাগাদ তারা ওই বাড়ি থেকে ৭৮ জনকে নিরাপদে উদ্ধার করে আনে। এরপর তাদের ওই এলাকারই একটি বাড়িতে নিয়ে রাখা হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ শিশু রয়েছে।
আতিয়া মহল থেকে উদ্ধার করা পরিবারগুলোর ব্যাপারে তথ্য দিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সেনাবাহিনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, ‘৫ তলা বিশিষ্ট আতিয়া ভবনে ৩০টি ফ্ল্যাটে ১৫০টি কক্ষ রয়েছে। এসব কক্ষ, সিঁড়িঘর ও আনাচে কানাচে বিস্ফোরক ছড়ানো ছিটানো রয়েছে। জঙ্গিরা বিস্ফোরক দিয়ে কমান্ডোদের প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এজন্য অপারেশনটি অনেক সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হচ্ছে। তাই অনেক সময় লাগছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন