শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক-ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১:২৬ এএম, ২৭ মার্চ, ২০১৭

স্টাফ রিপোর্টার : শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক আখ্যায়িত করে সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি এই জঙ্গিদের মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে। তা না হলে তাদের (জঙ্গি) এতোটা আশকারা পাওয়ার কথা না।
আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে মাঝখানে কিছুদিন চুপচাপ থাকলেও চলতি মাসের শুরু থেকে আবারও দেশের বিভিন্ন স্থানে তাদের তৎপরতা দেখা যাচ্ছে।
তিনি আরো বলেন, দেশটা আমাদের সবার আগে। দেশকে ধ্বংস করে, দেশের স্থিতি নষ্ট করে, আজকে যে অপশক্তিকে মদদ দেয়া হচ্ছে, এ অপশক্তি তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে।
সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন, সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতার যারা শত্রু এদের প্রতিহত করি।  
এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওসারসহ দলটি নেতারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন