নিজেদের সব স্টোরে খুচরা বিক্রয় দল নতুন করে সাজাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চীন, জার্মানি ও যুক্তরাষ্ট্রে নতুন তিনটি স্টোর চালু করেছে প্রতিষ্ঠানটি। চীনের ন্যানজিং, জার্মানির কলোগনে আর যুক্তরাষ্ট্রের মায়ামিতে স্টোরগুলোর উদ্বোধনের দিনে কয়েক হাজার গ্রাহককে অ্যাপলের সাড়ে তিনশ’রও বেশি কর্মী স্বাগত জানায়, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “প্রতিটি দোকান স্থানীয় স্থাপত্যকে তুলে ধরেছে, স্কিলডারগাসে-এর স্টোরে পুনরায় সাজানো সদর সরজা থেকে শুরু করে অ্যাপল ন্যানজিংয়ের ৯০-বাই-৩০ ফুট কাচের প্রবেশপথ পর্যন্ত। এই প্রথমবারের মতো প্রতিটি শহরে গ্রাহকরা ‘ফোরাম’ ব্যবহার করতে পারবেন। ‘ফোরাম’ হচ্ছে স্থানীয় সম্প্রদায়ের একসঙ্গে হওয়ার ও বিভিন্ন বিষয়ে জানার জায়গা। এই সবগুলো স্টোরেই বোর্ডরুম রাখা হয়েছে। এই বোর্ডরুম হচ্ছে স্থানীয় উদ্যোক্তা, ডেভেলপার আর ব্যবসায় গ্রাহকদের জন্য, যাতে তারা হাতে হাতে পরামর্শ ও প্রশিক্ষণ পেতে পারেন। চলতি বছর ১২ মার্চ অ্যাপল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট জনস টাউন সেন্টার-এ তাদের স্টোর নতুন করে চালু করে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির সর্বশেষ নকশায় সাজানো ৩৫তম দোকান। স আকাশ নিবির
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন