বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

এবার ফেসবুক লাইভ ডেস্কটপ থেকেও!

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খুব অল্প সময়ের মধ্যেই আশাতীত সাফল্য ও জনপ্রিয়তা পেয়েছে ফেসবুক লাইভ। তবে এতদিন শুধুমাত্র অ্যানড্রয়েড ফোনেই পাওয়া যেত এই সুবিধে। এবার এই ফিচার ডেস্কটপ এবং ল্যাপটপেও নিয়ে আসল সোশ্যাল নেটওয়র্কিং জায়েন্ট ফেসবুক। পরিবর্তন দেখা যাচ্ছে ফেসবুকের হোমপেজে। এক সম্পূর্ণ ভিন্ন মানের লাইভস্ট্রিমিং করা যাবে এবার থেকে। স্ট্যান্ডার্ড স্ট্রিমিং সফ্টওয়্যার থাকলেই করা যাবে স্ক্রিন শেয়ারিং, নানা রকমের গ্রাফিক্স এমনকি মাল্টি ক্যামেরা সেটআপেরও সুবিধে থাকছে এই নতুন প্রযুক্তিতে। ডেস্কটপ ফেসবুকের নিউজ ফিড বা প্রোফাইল ছাড়াও এই লিঙ্ক থেকেও করতে পারবেন লাইভ স্ট্রিমিং। এতে আরও সহজ হয়ে উঠবে গেম স্ট্রিমিংও। তবে ফেসবুকের প্রধান উদ্দেশ্যই হল ডেস্কটপ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে শেয়ার করা যাবে াষড়মং (ভিডিও বøগ), নানা রকম টিউটোরিয়াল এবং প্রশ্নোত্তর।

স আদনান রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন