চট্টগ্রাম ব্যুরো : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউট চত্বর জুড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজিত ১৩ দিনব্যাপি বই মেলার গতকাল (সোমবার) ছিল সমাপনী দিবস। গত ১৭ ফেব্রুয়ারি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বই মেলার উদ্বোধন করেন। গতকাল বিকেল ৩টা থেকে বই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৪টা থেকে একুশ মঞ্চে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ ও অমর একুশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, চুয়েট এর ভিসি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, কাউন্সিলর হাজী মো. জয়নাল আবদীন, মিসেস আফরোজা কালাম ও মিসেস লুৎফুন্নেছা দোভাষ বেবী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ ইসমাইল বালি, মিসেস আবিদা আজাদ, সচিব রশিদ আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশন আয়োজিত বই মেলায় অংশগ্রহণকারী স্টল, প্রকাশনী সংস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন